ট্রাম্পের শপথের পর মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
- By Jamini Roy --
- 21 January, 2025
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর দেশটির বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নিউইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবন, লস অ্যাঞ্জেলেসের সিটি হল এবং শিকাগোর ট্রাম্প টাওয়ারের সামনে সমবেত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) এ বিক্ষোভের খবর পাওয়া গেছে।
ট্রাম্পের শপথগ্রহণের আগে থেকেই তার নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে হাজারো মানুষ ওয়াশিংটনের রাস্তায় নেমে আসেন। ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির বিভিন্ন বিতর্কিত নীতির প্রতিবাদে তারা র্যালি এবং মিছিল করেন। এই বিক্ষোভ ২০১৭ সালে ট্রাম্পের প্রথমবারের শপথগ্রহণের পর হওয়া বিক্ষোভের কথা মনে করিয়ে দেয়। তবে এবারের বিক্ষোভে জনসমাগম ছিল তুলনামূলক কম।
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের রোটুন্ডায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তাকে শপথবাক্য পাঠ করান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন জেডি ভ্যান্স।
শপথ গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প কয়েকটি উল্লেখযোগ্য নির্বাহী আদেশ জারি করেন। তার মধ্যে ছিল:
- সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল।
- যুক্তরাষ্ট্রকে জলবায়ু নীতি থেকে বের করে আনা।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার।
- ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত প্রায় ১৬ জন ব্যক্তিকে সাধারণ ক্ষমা ঘোষণা।
ট্রাম্পের এই পদক্ষেপগুলো অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সমালোচকরা মনে করছেন, তার এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নীতিতে অস্থিরতা সৃষ্টি করবে।
২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছিল, তা ছিল ব্যাপক। হাজার হাজার মানুষ বিভিন্ন স্থানে তার নীতির প্রতিবাদে অংশ নেন। এবারের বিক্ষোভ তুলনামূলকভাবে ছোট হলেও এটি ট্রাম্প প্রশাসনের প্রতি জনগণের অসন্তোষের ইঙ্গিত দেয়।