ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সফর
- By Jamini Roy --
- 15 December, 2024
রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে গার্ড অব অনার দিয়েছে সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সেনাকুঞ্জে হোর্তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ও ফরেন অফিস কনসালটেশনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পরে দুদেশের সরকার প্রধান যৌথ ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান রামোস হোর্তা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে রামোস হোর্তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছেন।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করেন রামোস হোর্তা। তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীতে সম্ভবত একমাত্র নেতা, যার এত সম্মানিত এবং শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে।”
তিনি ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে অর্থনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। জানা গেছে, বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায়, দুই দেশের ডিপ্লোমেটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
রামোস হোর্তা ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন এবং পরবর্তীতে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।