Logo

আন্তর্জাতিক    >>   ১৪ ডিসেম্বর নিউইয়র্কে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা

১৪ ডিসেম্বর নিউইয়র্কে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা

১৪ ডিসেম্বর নিউইয়র্কে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা

১৪ই ডিসেম্বরের প্রথম প্রহরে নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। শুরুতেই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা ও আয়োজক সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক জোট স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার, বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফরর্মিং আর্টস-বিপা, নিউইয়র্ক সাহিত্য একাডেমী, রবীন্দ্র সম্মিলন পরিষদ, জ্যকসন হাইটস এলাকাবাসী, সুচিত্রা সেন মেমোরিয়াল, সৃজনলজী , জেনোসাইড ৭১, প্রজন্ম ৭১, শিল্পকলা একাডেমী, একুশে চেতনা পরিষদ,বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস-বাফা, ড্রামা সার্কেল,আমেরিকান বাংলাদেশ প্রেসক্লাব, ডায়াসপাড়া, শোটাইম মিউজিক, বেঙ্গলী ক্লাব ইউএসএ- সহ অর্ধ শতাধিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার উদ্দ্যোগে বাংলাদেশের রায়েরবাজার বধ্যভূমির আদলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।ছবি- বিধান পাল ।

এছাড়াও বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের উদ্যোগে আজ ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নীরবতা পালন করে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert