গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৮
- By Jamini Roy --
- 06 December, 2024
ইসরাইলি বাহিনীর হামলায় গাজার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত একদিনে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ৪৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। আল মাওয়াসি শরণার্থী শিবিরে ২১ জনের মৃত্যু হয়েছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, বাইত লাহিয়া থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে ১৮ হাজার বাসিন্দাকে।
গাজায় ইসরাইলি হামলার ভয়াবহতায় গত একদিনে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আল মাওয়াসি শরণার্থী শিবিরসহ বিভিন্ন স্থানে বিমান হামলা এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে সাধারণ মানুষকে শ্বাসকষ্টে ভোগাচ্ছে ইসরাইলি বাহিনী।
বাইত লাহিয়ায় ১৮ হাজার বাসিন্দাকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মানবিক বিপর্যয়ের মুখে পড়া গাজার বাসিন্দারা সহায়তার জন্য চিৎকার করলেও আন্তর্জাতিক মহল নীরব।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় মেনে নিয়েছে পোল্যান্ড। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আইসিসির সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। অন্যদিকে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদন সার জিম্মি মুক্তি নিয়ে হামাসের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
ইসরাইলি আগ্রাসন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ফিলিস্তিনিদের আরো বেশি হতাশ করে তুলছে।