লেবাননে সংঘাত ও সহায়তা: ক্ষতিগ্রস্তদের পাশে হিজবুল্লাহ
- By Jamini Roy --
- 06 December, 2024
লেবাননের চলমান সংঘাত ও ইসরাইলি হামলার মধ্যেও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে হিজবুল্লাহ। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এক বিবৃতিতে জানান, তারা ক্ষতিগ্রস্ত লেবানিজদের জন্য পাঁচ কোটি ডলার অনুদান দিয়েছে। এই সহায়তা লেবাননের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোর বাসিন্দাদের দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইসরাইলি বাহিনীর হামলা লেবাননের দক্ষিণাঞ্চলে ক্রমাগত বাড়ছে। চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে তারা একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এসব হামলা মূলত হিজবুল্লাহর লঞ্চপ্যাড লক্ষ্য করে করা হচ্ছে। তবে এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
দক্ষিণ লেবাননের পাশাপাশি আইরাতুন নামক একটি গ্রামে হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, সম্মুখযুদ্ধে হিজবুল্লাহর মিত্র প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের মৃত্যুর সঠিক সময় ও সংখ্যা নিশ্চিত করেনি সংগঠনটি।
ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লেবানিজদের মধ্যে শান্তির আশা জাগালেও এসব বর্বর হামলা দেশটির মানুষের মনে শঙ্কার ছাপ ফেলছে।
এই সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য হিজবুল্লাহর অর্থসহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথাপিছু ৩০০ থেকে ৪০০ ডলার সহায়তা পাচ্ছে।
এর পাশাপাশি বিধ্বস্ত ঘরের মালিকরা পাচ্ছেন ৮ হাজার ডলার, বৈরুতের আশপাশে ভাড়া বাসায় থাকা পরিবারগুলো পাচ্ছেন ৬ হাজার ডলার, এবং যারা রাজধানীর বাইরে থেকে নিজ বাড়িতে ফিরতে চাচ্ছেন, তাদেরকে ৪ হাজার ডলার করে সহায়তা দেওয়া হয়েছে।
হিজবুল্লাহর সহায়তা লেবাননের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে কিছুটা হলেও স্বস্তি আনতে সক্ষম হয়েছে। নাইম কাসেম জানান, তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং তাদের পুনর্বাসনের জন্য সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেবে।
ইসরাইলি হামলার কারণে লেবাননের অনেক গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও সাধারণ মানুষকে আতঙ্ক নিয়ে দিন কাটাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর এই অর্থসহায়তা ক্ষতিগ্রস্তদের পুনর্গঠনে আশার আলো হিসেবে কাজ করছে।