ফরাসি প্রধানমন্ত্রী পদে নতুন নাম ঘোষণা করবেন ম্যাক্রোঁ
- By Jamini Roy --
- 06 December, 2024
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে তিনি নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক ভাষণে এই তথ্য জানান তিনি। বুধবার ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পদত্যাগ করেন। তার পদত্যাগের পর ম্যাক্রোঁ জাতির উদ্দেশে ভাষণ দেন এবং রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য দ্রুত একটি নতুন প্রধানমন্ত্রী মনোনীত করার পরিকল্পনা জানান।
মিশেল বার্নিয়ের, যিনি মাত্র তিন মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, বুধবার অনাস্থা ভোটে পরাজিত হন এবং পদত্যাগ করতে বাধ্য হন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দেশের সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে অযথা ক্ষমতা প্রয়োগ করেছেন। কিছুদিন ধরেই ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা চলছিল, যা দেশের বাজেট পাস করানোর প্রক্রিয়ায় আরও জটিলতা সৃষ্টি করেছিল। বিরোধী দলগুলো বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে, যা তার পদত্যাগের কারণ হয়ে দাঁড়ায়।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে ম্যাক্রোঁ বলেন, "ফ্রান্স আর রাজনৈতিকভাবে অচল হতে পারে না।" তিনি আরও জানান, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি খুব শিগগিরই সম্পন্ন হবে। ১০ মিনিটের ভাষণ শেষে, বিদায়ী প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েরের সঙ্গে বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ম্যাক্রোঁ। সেখানে তিনি বার্নিয়েরকে ধন্যবাদ জানিয়ে বলেন, "তিনি নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন।"
ম্যাক্রোঁ তার পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন এবং ঘোষণা দেন, তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ২০২৭ সালের মে মাস পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, "৫ বছরের ম্যান্ডেট দেয়া হয়েছে, শেষ না হওয়া পর্যন্ত আমি প্রেসিডেন্ট থাকব।"
এ পরিস্থিতিতে ফ্রান্সের রাজনৈতিক দৃশ্যপটে দ্রুত পরিবর্তন আসতে পারে, এবং নতুন প্রধানমন্ত্রীর পদে কাকে দায়িত্ব দেয়া হবে, তা নিয়ে দেশব্যাপী জল্পনা চলছে।