নিউইয়র্কে ASHO’র আয়োজনে বেনিফিটস ও সোশ্যাল কেয়ার নিয়ে প্রাণবন্ত সেমিনার — তথ্য, সচেতনতা ও অনুপ্রেরণার এক অনন্য উদ্যোগ
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, ৭ নভেম্বর ২০২৫:
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শুক্রবারের সন্ধ্যাটা ছিল সচেতনতা ও জ্ঞানের এক অন্যরকম মেলায় পরিণত। Autism Society Habilitation Organization (ASHO)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “Social Care Network and How to Access New York State Benefits” শীর্ষক প্রাণবন্ত সেমিনার ও মুক্ত আলোচনা।
সাধারণত শুক্রবারের সন্ধ্যায় মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনে সময় কাটাতে পছন্দ করেন, কিন্তু এই সেমিনারে উপস্থিত দর্শক ও অতিথিরা পেলেন এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। সামাজিক সচেতনতা, সহায়তা ও নাগরিক অধিকারের তথ্যভিত্তিক এই আলোচনা অনুষ্ঠানটিকে করে তুলেছিল তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণামূলক।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের Jewish Center Hall–এ, যেখানে নিউইয়র্ক সিটির Civic Engagement Commission (CEC) এবং WholeYouNYC–এর প্রতিনিধি ও বিশেষজ্ঞরা বিভিন্ন সরকারি সুবিধা, বেনিফিট, বাসস্থান, খাদ্য সহায়তা এবং নাগরিক তথ্যের সহজপ্রাপ্তি নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ গুরুত্ব পায় তথ্য গোপনীয়তা (Privacy Protection) ও প্রবাসীদের জন্য সহায়ক সরকারি উদ্যোগগুলো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ASHO’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান, নিউইয়র্ক সিটির CEC–এর সিনিয়র উপদেষ্টা মি. বেঞ্জামিন, অভিনেতা আহমেদ শরিফ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রাণ গোবিন্দ কুণ্ডু, বিশিষ্ট ছড়াকার ও বেনিফিট বিশেষজ্ঞ মনজুর কাদের, হাউজিং বিশেষজ্ঞ সৈয়দ মিজানুর রহমান, সিপিএ সারোয়ার চৌধুরী, আব্দুল্লাহ তারেক এবং কমিউনিটি একটিভিস্ট আনোয়ার হকসহ আরও অনেকে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল CEC থেকে আগত দুই বিশাল পাপেট, যারা উপস্থিত অতিথিদের দৃষ্টি কাড়ে এবং তথ্যসচেতনতার বার্তা দেয় হাস্যরসাত্মক উপায়ে।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন, যিনি পরিচালিত একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয় সেমিনারে।
ASHO পরিবারের সদস্যরা ও উপস্থিত অতিথিরা সারাবেলাই সক্রিয় অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে গোল্ডেন এজ গ্রুপ।

















