Logo

রাজনীতি    >>   শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় ব্যর্থ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারকে পদত্যাগ করতে হবে: সাদ্দাম হোসেন

শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় ব্যর্থ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারকে পদত্যাগ করতে হবে: সাদ্দাম হোসেন

শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় ব্যর্থ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারকে পদত্যাগ করতে হবে: সাদ্দাম হোসেন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

শিক্ষার্থীরা আজ নিরাপত্তাহীন, রক্তাক্ত। বই-খাতা-কলম কেড়ে নিয়ে তাদের হাতে আবারও তুলে দেয়া হয়েছে আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি। ক্যাম্পাসে মুহুর্মুহু বিস্ফোরণ, আক্রমণ-পাল্টা আক্রমণ, সহপাঠী বিভক্ত হয়ে পড়েছে হানাহানিতে। ক্লাস-পরীক্ষা অনিশ্চিত, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ, হল খালি করার নির্দেশ। চাকরি নেই সরকারি বা বেসরকারি খাতে, কর্মসংস্থান শূন্য, ভবিষ্যৎ অন্ধকার।এরই মধ্যে পিতা-মাতার আহাজারি আর দেশের মানুষের উৎকণ্ঠা সীমাহীন।

এক বছরেরও বেশি সময় ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই চিত্র—স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, উপজেলা থেকে রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ—সর্বত্র একই অবস্থা। ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনের জায়গায় এখন শিক্ষার্থীদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে হামলা, হুমকি, হত্যা, হাসপাতালে সহপাঠীকে নিয়ে ছুটোছুটি। শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষার্থীদের বাধ্যতামূলক সন্ত্রাসে নিযুক্ত করে এক ব্যর্থ ও অমানবিক প্রজন্ম তৈরি করা হচ্ছে সুপরিকল্পিতভাবে।
কিন্তু মাত্র এক বছর আগেও এর সম্পূর্ণ ভিন্ন চিত্র ছিলো। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিলো শান্তিপূর্ণ, সম্ভাবনাময় এবং উন্নয়নের ধারায় অগ্রসরমান। অবকাঠামো, আবাসন, গবেষণা ও কর্মসংস্থানে ধারাবাহিক অগ্রগতি ছিলো, শিক্ষার্থীরা ছিলো নিরাপদ। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব শিক্ষার্থী সমাজকে সন্ত্রাস ও অপশক্তির কবল থেকে মুক্ত রেখেছিলো।
বর্তমান দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার সেই অর্জনকে ধ্বংস করেছে। আজ শিক্ষার্থীদের সন্ত্রাসী কাজে ব্যবহার করা হচ্ছে, শিক্ষকদের লাঞ্ছিত ও আক্রান্ত করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিণত করা হয়েছে সামরিক আস্তানায়। এই পরিস্থিতি আর চলতে দেয়া যাবে না। বাংলার প্রতিটি শিক্ষার্থীর জীবন মূল্যবান—এই জীবনগুলোকে ধ্বংস হতে দেয়া হবে না।
ফ্যাসিস্ট ইউনূস সরকারকে তাই অবিলম্বে বিদায় নিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরাই তার ক্ষমতার মসনদ ভেঙে গুড়িয়ে দেবে এবং স্বপ্ন ও সম্ভাবনার পথে নিজেদের অগ্রযাত্রা নিশ্চিত করবে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সাদ্দাম হোসেন, সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ ঢাকা, বাংলাদেশ ।