
চীন থেকে দেশে ফিরেই রাতে নুরকে দেখতে যাবেন নাহিদ ইসলাম
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ সদস্যের প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে ৫ দিনের সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন । এরপর রাতেই গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রবিবার (৩১ আগস্ট) রাত ৮টায় দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের স্বাগত জানাবেন ঢাকায় নিযুক্ত চাইনিজ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে সংবাদ সম্মেলন করবেন এনসিপির প্রতিনিধি দল। সংবাদ সম্মেলন শেষে নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক সারজিস আলম চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাবেন। সূত্র:জাগোনিউজ