ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতির মাথায় কালো কাপড় দেওয়ার ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই তদন্ত কমিটি গঠন করে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রবিউল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, ড. এ কে এম নুর আলম সিদ্দিকী এবং ড. শান্টু বড়ুয়া।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ অক্টোবর রাতে রাজু চত্বরে নারী ভাস্কর্যের মুখে কালো কাপড় পরানো অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা অনুসন্ধান করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।