যশোরে যুবদল ও বিএনপি নেতার বহিষ্কার
- By Jamini Roy --
- 18 December, 2024
যশোরে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল ও বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদল ও জেলা বিএনপি এ সিদ্ধান্তের কথা জানায়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি এবং বিদ্যানন্দকাটি ইউনিয়নের এক নম্বর ভান্ডরখোলা ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন।
জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করে আসছিলেন। যুবদল সূত্রে জানা গেছে, তিনি তার ফেসবুক আইডিতে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ এবং সাধারণ সম্পাদক আনসারুল হক রানাকে নিয়ে নানা বিতর্কিত পোস্ট দিতেন।
সম্প্রতি জনি ফেসবুকে একটি পোস্টে ইঙ্গিত করেন যে, রাজনীতিক পটপরিবর্তনের পর ঢাকায় অবস্থানরত কিছু নেতারা সম্পদ গড়েছেন। যদিও ব্যাপক সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন, তবে এ নিয়ে দলের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। এছাড়া তার বিরুদ্ধে রাজনীতিক প্রতিহিংসার অংশ হিসেবে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনিকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, “এসকেন্দার আলী জনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে এবং জেলা বিএনপির সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় নেই।”
যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের এক নম্বর ভান্ডরখোলা ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তার নাম উঠে আসে। এ বিষয়ে কেশবপুর উপজেলা বিএনপির সুপারিশের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “আলমগীর হোসেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তার প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এটি দলীয় নীতিমালার অংশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলেই কাউকে ছাড় দেওয়া হবে না।”
এসকেন্দার আলী জনির মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে মঙ্গলবার রাতে তিনি তার ফেসবুক পেজে শুধুমাত্র "আলহামদুলিল্লাহ" লিখে একটি পোস্ট দেন।
বিএনপি ও যুবদল জানায়, সংগঠনের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যদি দলীয় নীতি-আদর্শের বাইরে গিয়ে কার্যক্রম পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে।