Logo

রাজনীতি    >>   ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে সরকারের বিভ্রান্তি

ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে সরকারের বিভ্রান্তি

ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে সরকারের বিভ্রান্তি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশে অবস্থানের বিষয়ে কোনো তথ্য সরকারের কাছে ছিল না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকারের জানা ছিল না। যদি জানা থাকত, তবে তাকে অবশ্যই গ্রেফতার করা হতো।’ তিনি আরও বলেন, পুলিশের দায়িত্ব ও মনোবল বৃদ্ধি পেলেও পুরোপুরি কার্যক্রমে সময় লাগবে।

তিনি জানান, পালিয়ে থাকা পুলিশ সদস্যরা সরকারের কাছে অপরাধী। তাদের কোনো খোঁজ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোলকে আবারও সহায়তা করতে বলা হয়েছে। উপদেষ্টা জানান, ইন্টারপোলের সহযোগিতা নিয়ে তার অবস্থান নিশ্চিত করার চেষ্টা চলছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এজন্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ, এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বেশি থাকবে। তবে পুনঃতদন্ত আদেশ দেয়ার এখতিয়ার আদালতের বলে তিনি উল্লেখ করেন।

গত ১৯ অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দফতর পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘ওবায়দুল কাদের কোথায় আছেন, তা জানাতে পারলে অনুসন্ধানী সাংবাদিকদের পুরস্কৃত করা হবে।’

তিনি বলেন, ‘আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন। যদি তার অবস্থান জানাতে পারেন, তবে আমি আপনাদের পুরস্কৃত করব। আমাদের কাছে কোনো তথ্য নেই, তবে আপনারা অনেক তথ্য জানেন।’

শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert