জিজ্ঞাসাবাদে সাবেক প্রতিমন্ত্রী পলক
- By Jamini Roy --
- 18 December, 2024
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর ধানমণ্ডির একটি বিশেষ নিরাপত্তা হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে সেখানে আনা হয়।
সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে জনগণের ওপর দমনপীড়ন এবং গণহত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের অনুমতি দিয়েছে।
বিশেষ সূত্রে জানা গেছে, পলকের নেতৃত্বে প্রযুক্তি ব্যবহার করে জনমত দমন এবং আন্দোলনকারীদের ওপর নজরদারি চালানোর অভিযোগ রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং সরকারি প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে আন্দোলন ব্যাহত করার বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ১২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রতিমন্ত্রী পলককে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে ধানমণ্ডির বিশেষ নিরাপত্তা হোমে এনে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
জুলাই আন্দোলনের সময় পলকের ভূমিকা নিয়ে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছিল। অভিযোগে বলা হয়, আন্দোলন দমন করতে ইন্টারনেট বন্ধ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জনসাধারণের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। জানা গেছে, তাকে অভিযুক্ত পরিকল্পনার বিস্তারিত জানাতে এবং তার নির্দেশনায় গৃহীত প্রযুক্তিগত সিদ্ধান্তের পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে বলা হয়েছে।
জিজ্ঞাসাবাদের রিপোর্টের ভিত্তিতে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে, তার বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথভাবে প্রমাণিত হয়েছে কি না। অভিযোগ প্রমাণিত হলে তিনি আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন।