Logo

আন্তর্জাতিক    >>   সিরিয়ার ভবিষ্যতের নিয়ন্ত্রণ এখন তুরস্কের হাতে - ডোনাল্ড ট্রাম্প

সিরিয়ার ভবিষ্যতের নিয়ন্ত্রণ এখন তুরস্কের হাতে - ডোনাল্ড ট্রাম্প

সিরিয়ার ভবিষ্যতের নিয়ন্ত্রণ এখন তুরস্কের হাতে - ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বলেছেন, সিরিয়ার ভবিষ্যতের নিয়ন্ত্রণ এখন তুরস্কের হাতেই রয়েছে। ফ্লোরিডার পাম বিচে তাঁর ব্যক্তিগত বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সিরিয়ায় গত ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির দুই যুগের শাসনের অবসান ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের ঝোড়ো অভিযানের মাত্র ১২ দিনের মধ্যে আসাদ দেশ ছেড়ে রাশিয়ার রাজনৈতিক আশ্রয়ে চলে যান। ট্রাম্প বলেন, “সিরিয়ার চাবি এখন তুরস্কের হাতে রয়েছে। তুরস্ক একটি প্রধান সামরিক শক্তি, যেটি যুদ্ধ করে ক্লান্ত হয়নি।”

তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল, যাদের মধ্যে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি গোষ্ঠীও রয়েছে। এছাড়া, তুরস্ক ন্যাটোর সদস্য। এ পরিস্থিতিতে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে ব্যাপক অনিশ্চয়তা থাকলেও, ট্রাম্প মনে করেন তুরস্ক এ পরিস্থিতি নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “সিরিয়ায় এখন অনেক কিছুই অনিশ্চিত রয়েছে, তবে আমি মনে করি সিরিয়ার চাবি তুরস্কের হাতে রয়েছে।” সিরিয়ায় বিদ্রোহের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর সঙ্গে তুরস্কের সুসম্পর্ক, সিরিয়ার ভবিষ্যৎ নিয়ন্ত্রণে দেশটির ভূমিকার গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়।

এদিকে, সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর এখন বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে দেশ। আসাদ পরিবারের দীর্ঘ ৫৩ বছরের শাসনের অবসানের পর সিরিয়ায় তুরস্কের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert