Logo

আন্তর্জাতিক    >>   ট্রাম্প প্রশাসনে কাশ প্যাটেলকে এফবিআই প্রধানের দায়িত্ব

ট্রাম্প প্রশাসনে কাশ প্যাটেলকে এফবিআই প্রধানের দায়িত্ব

ট্রাম্প প্রশাসনে কাশ প্যাটেলকে এফবিআই প্রধানের দায়িত্ব

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য ঘনিষ্ঠ সহযোগীদের নাম প্রস্তাব করতে শুরু করেছেন। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বর্তমান পরিচালক ক্রিস্টোফার ওয়েকে সরিয়ে সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। রবিবার (১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম "ট্রুথ সোশ্যাল"-এ ট্রাম্প লেখেন, “কাশ একজন অসাধারণ আইনজীবী এবং ‘আমেরিকা ফার্স্ট’ আদর্শের যোদ্ধা। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আমেরিকান জনগণের সুরক্ষায় তার ভূমিকা প্রশংসনীয়।”

কাশ প্যাটেল ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন। সেই সময় তিনি প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এফবিআইয়ের বর্তমান কার্যক্রমের কড়া সমালোচনা করে তিনি বলেছেন, “এফবিআই গোয়েন্দাগিরির কাজে অতিমাত্রায় ব্যস্ত থাকে। তাদের উচিত হবে পুলিশের মতো কাজ করা। আমি হুভার ভবন বন্ধ করে সেটিকে একটি যাদুঘরে রূপান্তর করতে চাই।”

গত সেপ্টেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “এফবিআইর সাত হাজার কর্মচারীকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় পাঠানো উচিত, যাতে তারা অপরাধ দমনে সরাসরি ভূমিকা রাখতে পারেন।”

বর্তমান পরিচালক ক্রিস্টোফার ওয়ের চাকরির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকলেও ধারণা করা হচ্ছে, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরপরই তাকে সরিয়ে দেবেন। কাশ প্যাটেলের মতো একজন ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অনুসারীকে এফবিআইর নেতৃত্বে আনার মাধ্যমে ট্রাম্প গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডে বড় ধরনের সংস্কার আনতে চান।

কাশ প্যাটেলের পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। ১৯৮০ সালে নিউইয়র্কে জন্মগ্রহণকারী এই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির পরিবার কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি গার্ডেন সিটিতে বেড়ে উঠেছেন। তার পিতা-মাতা গুজরাটের বাসিন্দা ছিলেন।

কাশ প্যাটেল ছাড়াও ট্রাম্প তার প্রশাসনের শীর্ষ পদে আরও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের মনোনীত করেছেন। এর আগে ট্রাম্প জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তুলসী গ্যাবার্ড এবং স্বাস্থ্য বিষয়ক এজেন্সি ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (এনআইএইচ) প্রধান হিসেবে চিকিৎসক জয় ভট্টাচার্যের নাম প্রস্তাব করেছিলেন।

ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এরপরই তার মনোনীত ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বুঝে নেবেন। এফবিআইসহ বিভিন্ন সংস্থার নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert