Logo

আন্তর্জাতিক    >>   পেরুতে বিশাল সমুদ্রবন্দর উদ্বোধন

পেরুতে বিশাল সমুদ্রবন্দর উদ্বোধন

পেরুতে বিশাল সমুদ্রবন্দর উদ্বোধন

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পেরুতে একটি অত্যাধুনিক সমুদ্রবন্দর উদ্বোধন করেছেন। ১৩০ কোটি ডলার বিনিয়োগে নির্মিত এই বন্দর চীনের দক্ষিণ আমেরিকায় বাণিজ্যিক উপস্থিতি এবং প্রভাব বৃদ্ধির কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। পেরুর রাজধানী লিমা থেকে ৮০ কিলোমিটার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে চানকাই বন্দরটি নির্মিত হয়েছে। গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বন্দর উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে।

চানকাই বন্দর উদ্বোধনের মাধ্যমে চীন শুধু পেরুর সঙ্গে নয়, পুরো দক্ষিণ আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করার বার্তা দিচ্ছে। বিশাল এই প্রকল্প বাস্তবায়ন করতে চীন বিপুল পরিমাণ অর্থ ও প্রযুক্তি বিনিয়োগ করেছে। এটি চীনের "বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ"-এর আওতায় দক্ষিণ আমেরিকায় একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

এই বন্দরটি শুধুমাত্র পণ্য পরিবহন নয়, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগকে আরও সুদৃঢ় করবে। এটি চীন এবং পেরুর মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির একটি বড় প্রসার হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, "চানকাই বন্দর শুধু দক্ষিণ আমেরিকা নয়, পুরো বিশ্বে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতে একটি মাইলফলক হবে।" পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে এই বন্দর নির্মাণে চীনের অবদানের প্রশংসা করে বলেন, এটি পেরুর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্যিক সংযোগ উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

বন্দরের উদ্বোধনের পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্যচুক্তির পরিসর বাড়াতে নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি ভবিষ্যতে চীন-পেরু বাণিজ্যের প্রসার ও বিনিয়োগ বাড়ানোর পথ সুগম করবে।

পেরুতে বন্দর উদ্বোধনের পর প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাজিলে ‘এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন’ (APEC) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে চীন দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে তার বাণিজ্য সম্পর্ক আরও উন্নত করার কৌশল নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

চানকাই বন্দর চীনের দক্ষিণ আমেরিকায় দীর্ঘমেয়াদি বাণিজ্যিক উপস্থিতি ও প্রভাব প্রতিষ্ঠার আরেকটি পদক্ষেপ। এর মাধ্যমে চীন তার বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণে আরও একধাপ এগিয়ে গেল।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert