Logo

রাজনীতি    >>   সাবেক এমপি সোলাইমান সেলিমকে গ্রেফতার, গুলশান থেকে আটক

সাবেক এমপি সোলাইমান সেলিমকে গ্রেফতার, গুলশান থেকে আটক

সাবেক এমপি সোলাইমান সেলিমকে গ্রেফতার, গুলশান থেকে আটক

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তিনি হলেন প্রখ্যাত নেতা হাজী মোহাম্মদ সেলিমের বড় ছেলে। বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চকবাজার থানা পুলিশ সোলাইমান সেলিমকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত সোয়া ১টার দিকে চকবাজার থানা পুলিশের একটি টিম গুলশান থেকে সোলাইমান সেলিমকে আটক করে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সোলাইমান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। সোলাইমান সেলিমের পিতার মতো, তার বাবা হাজী মোহাম্মদ সেলিমও বর্তমানে কারাগারে আছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert