Logo

রাজনীতি    >>   বিএনপি আহতদের পুনর্বাসন করবে: সালাউদ্দিন আহমেদ

বিএনপি আহতদের পুনর্বাসন করবে: সালাউদ্দিন আহমেদ

বিএনপি আহতদের পুনর্বাসন করবে: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের দায়িত্ব নিতে পারলে দলের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সকল ব্যক্তির পুনর্বাসন করা হবে। তিনি ১৪ নভেম্বর, বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করে এ কথা বলেন। আহতদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, জানিয়ে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, গত রাতে আহতদের সহায়তার জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান পাঠানো হয়েছে এবং তা আজ হাসপাতালে পৌঁছানো হয়েছে।

এই সময় তিনি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন, বিশেষ করে দেশে ফ্যাসিবাদী গোষ্ঠী কীভাবে মুক্তভাবে চলাফেরা করছে তা নিয়ে। সালাউদ্দিন আহমেদ জানান, আহতদের পুনর্বাসন ও চিকিৎসার বিষয়ে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিবে এবং তাদের পাশে থাকবে।

এদিকে, ১৩ নভেম্বর রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলমও আহত আন্দোলনকারীদের দেখতে গিয়েছিলেন। তবে আহতরা তাঁদের প্রতিবাদ জানিয়ে হাসপাতাল ছাড়তে বাধ্য করেন। এই সময়, তাদের চরম দুর্দশা তুলে ধরতে সড়কে বিক্ষোভও শুরু হয়।

এছাড়া, এর আগে দুপুরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে গিয়ে আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, কিন্তু আহতদের প্রতিবাদে তারা হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন। আহতরা জানান, তাদের চিকিৎসা পর্যাপ্ত হলেও তারা তেমন কোনো আর্থিক সহায়তা পাননি।

বিএনপির পক্ষ থেকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়ে, আহতরা কিছুটা স্বস্তি পেয়েছেন, কিন্তু তাদের অনেকেই এখনো দেশে চিকিৎসা নিতে অক্ষম, এবং তাদের দ্রুত বিদেশে পাঠানোর জন্য বিএনপি দাবি জানিয়েছে।

এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, ‘যতটা দ্রুত সম্ভব, বিএনপি সরকার গঠন করলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পূর্ণ সহায়তা ও পুনর্বাসন করা হবে। আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো কমতি রাখা হবে না।’





P.S 220 Winter concert

P.S 220 Winter concert