অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগে বৈষম্যের অভিযোগে উত্তেজনা
- By Jamini Roy --
- 14 November, 2024
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগে চট্টগ্রাম বিভাগের প্রাধান্য নিয়ে চলমান আলোচনা থামছেই না। একাধিক বিভাগের জনগণের অভিযোগ, উপদেষ্টা নিয়োগে বৈষম্য রয়েছে। চট্টগ্রাম বিভাগ থেকে অধিকাংশ উপদেষ্টা নিয়োগ দেয়ায় অন্যান্য বিভাগগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদ।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মতামত জানান। তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি, এই গণঅভ্যুত্থানে অবদান রাখা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরও উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা উচিত। জাহাঙ্গীরনগর, রাজশাহী, প্রাইভেট, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ থেকেও একজন করে উপদেষ্টা নেয়া হোক।"
এর আগে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এই নিয়োগের বিরুদ্ধে কথা বলেন। তিনি দাবি করেন, উপদেষ্টা পরিষদে ২৪ জনের মধ্যে ১৩ জনই চট্টগ্রাম বিভাগ থেকে নিয়োগ পেয়েছেন, যা স্পষ্টতই এক ধরনের বৈষম্য। মঙ্গলবার (১২ নভেম্বর) তিনি সময় টেলিভিশনের ‘সম্পাদকীয়’ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন এবং বলেন, “যেখানে পুরো দেশ থেকে যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে, সেখানে একটি মাত্র বিভাগ থেকে এই সংখ্যক নিয়োগ সত্যিই দৃষ্টিকটু।”
এদিকে গতকাল বুধবার উত্তরাঞ্চলের জনগণ তাদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে সরব হয়ে উঠেছেন। বুধবার দুপুরে রংপুর নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডার্ন মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়। সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের এক প্রতিনিধি বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, যার আত্মত্যাগে এই আন্দোলন শক্তিশালী হয়েছিল। অথচ উত্তরাঞ্চল থেকে একজন উপদেষ্টাও নিয়োগ দেয়া হয়নি, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিতর্কিত কিছু মানুষকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হলেও উত্তরাঞ্চল থেকে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রাপ্য সম্মান ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।"
বিক্ষোভে অংশগ্রহণকারীরা দাবি জানান, তাদের দাবিগুলো বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।