নেতানিয়াহুর বার্তা: খামেনির সরকার ইরানি জনগণকে ভয় পায়
- By Jamini Roy --
- 13 November, 2024
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণের প্রতি এক ভিডিও বার্তায় মন্তব্য করেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকার তাদের জনগণকে ইসরাইল থেকেও বেশি ভয় পায়। মঙ্গলবার (১২ নভেম্বর) দেওয়া এই ভিডিও বার্তায় নেতানিয়াহু আরও বলেছেন যে, খামেনির সরকার ইরানি জনগণের আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো ধ্বংস করতে অনেক বেশি সময় এবং অর্থ খরচ করছে। তিনি বিশেষভাবে ইরানে নারীদের অধিকার আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, ‘আমি আপনাদের যে কথা বলতে চাই তা হলো, আপনাদের স্বপ্নগুলো নষ্ট হতে দেবেন না। আমি ফিসফিস করে শুনতে পাই, নারী, জীবন, স্বাধীনতা। জান, জিন্দেগি, আজাদি।’
নেতানিয়াহু তার বার্তায় ইরানি জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন এবং বলেছেন, ‘আশা ছাড়বেন না। আর জেনে রাখবেন, ইসরাইল এবং মুক্ত বিশ্বের অন্যরা আপনাদের পাশে আছে।’ তিনি আরো যোগ করেন, ইরানি জনগণের জন্য যা খরচ করা উচিত ছিল, তা যুদ্ধের খাতে খরচ করা হচ্ছে এবং এতে ইরানি জনগণের জীবন উন্নত হতে পারত।
অক্টোবর মাসে ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তাও উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইরানি জনগণ প্রায় ২৩০ কোটি ডলার খরচ করেছে, কিন্তু তা দিয়ে ইসরায়েলের সামান্য ক্ষতিই হয়েছে।’ এই ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল গত ২৬ অক্টোবর ইরানে পাল্টা হামলা চালায়।
নেতানিয়াহু তার বার্তায় আরও বলেছেন, ইরান যদি অবাধ হতো এবং যুদ্ধ খাতে অর্থ না খরচ করে বরং শিক্ষা, রাস্তাঘাট, পানি, হাসপাতাল ইত্যাদি খাতে তা খরচ করা হত, তাহলে ইরানি জনগণের জীবন অন্যরকম হতে পারত। তিনি অভিযোগ করেন, খামেনির সরকার ইরানি জনগণকে এই সুযোগ দিচ্ছে না, বরং ইসরায়েলকে ধ্বংস করার জন্য দেশের সঞ্চিত সম্পদ ব্যয় করছে।
নেতানিয়াহু সরাসরি ইরানি জনগণের উদ্দেশে আরও বলেন, ‘আমি জানি, আপনাদের এই যুদ্ধ চাই না। আমিও এ যুদ্ধ চাই না। ইসরাইলি জনগণও এই যুদ্ধ চায় না।’ তিনি এই কথাগুলো বলেন যখন তিনি ইরানি জনগণের সঙ্গে একতা ও শান্তির বার্তা দিতে চান।
বিশ্ববাসী জানে, ইসরাইল এবং ইরান দুই দেশের মধ্যে এক দীর্ঘকালীন রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা রয়েছে। নেতানিয়াহুর এই বার্তা ইরানি জনগণের প্রতি সমর্থন এবং শান্তির বার্তা হিসেবে গণ্য করা হচ্ছে, যেহেতু তিনি বারবার দাবি করেছেন যে, যুদ্ধের পরিবর্তে শান্তি কামনা করছেন তিনি।
নেতানিয়াহুর বক্তব্যের মাধ্যমে পরিষ্কারভাবে ইরানি সরকারের নীতির প্রতি তার সমালোচনা উঠে এসেছে। তিনি জানিয়েছেন যে, ইরানের সরকার তাদের জনগণের উন্নতির চেয়ে ইসরায়েলকে ধ্বংস করতে বেশি মনোযোগী।