বাকুতে কপ-২৯ শুরু, প্রতিনিধিত্ব করবেন ড. ইউনূস
- By Jamini Roy --
- 11 November, 2024
আজারবাইজানের রাজধানী বাকুতে আজ সোমবার (১১ নভেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৯, যা চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদানের নতুন পথ খুঁজে বের করা। প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তবে, যুক্তরাষ্ট্র ও চীনের মতো কিছু শক্তিশালী দেশ তাদের শীর্ষ নেতাদের পাঠাচ্ছে না।
ড. ইউনূস সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, ড. ইউনূস ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন এবং এসময় তিনি ব্যস্ত সময় কাটাবেন। এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।বাংলাদেশের অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উপর যে বিরূপ প্রভাব পড়ছে, সেসব নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ সম্মেলনে নিজস্ব দাবি-দাওয়া এবং ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করবে। এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “ড. ইউনূস কপ-২৯-এর বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরবেন।”
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন ‘কনফারেন্স অব পার্টিস’ বা কপ, মূলত ১৯৯২ সালের ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (UNFCCC) এর আওতায় গৃহীত একটি প্রক্রিয়া। প্রায় ২০০ দেশ এ প্রক্রিয়ায় অংশ নেয় এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করে। এই সম্মেলনে সদস্য দেশগুলো কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করে থাকে, যেখানে আর্থিক সহায়তা, টেকসই প্রযুক্তি, এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন পরিকল্পনা আলোচনা করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ড. ইউনূসের এটি দ্বিতীয় বিদেশ সফর। এর আগে, তিনি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন। বর্তমান সফরে তিনি বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদাহরণ তুলে ধরবেন এবং বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের অগ্রণী ভূমিকা ব্যাখ্যা করবেন।
কপ-২৯ সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব জলবায়ু সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ পাচ্ছে।