Logo

আন্তর্জাতিক    >>   কিউবায় এক ঘণ্টার ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প

কিউবায় এক ঘণ্টার ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প

কিউবায় এক ঘণ্টার ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প

রোববার (১০ নভেম্বর) কিউবার দক্ষিণাঞ্চলে এক ঘণ্টার ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৬.৮। প্রথম কম্পনের উৎসস্থল ছিল গ্রানমা প্রদেশের বার্তোলোম মাসো উপকূল থেকে ২৫ মাইল দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে। ইউএসজিএসের তথ্যমতে, দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি স্থানও এর আশেপাশেই ছিল। যদিও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি, তবে ভূমিকম্পের প্রভাবে ভবন এবং অবকাঠামোগত কিছু ক্ষতি হয়েছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানান, ভূমিকম্পে ভূমিধসের ফলে বেশ কিছু বাড়িঘর এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সান্তিগো ডি কুবা এবং গ্রানমা অঞ্চলে এসব ক্ষতি দেখা দিয়েছে। তিনি বলেন, "আমরা ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।"

স্থানীয় বাসিন্দারা জানান, তারা জীবনে এত শক্তিশালী ভূমিকম্প দেখেননি। সান্তিগোর বাসিন্দা গ্রিসেলডা ফার্নান্দেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "এর আগেও আমরা ভূমিকম্প দেখেছি, কিন্তু এবারের মতো এত শক্তিশালী কম্পন আর কখনও হয়নি।" ইউএসজিএস জানায়, গত ৫০ বছরে কিউবায় ৫ বা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে, তবে এ ধরনের উচ্চ মাত্রার ভূমিকম্প বিরল।

কিউবার বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। কিছু এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সরকার দ্রুত পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে। প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল জানিয়েছেন, জরুরি সহায়তা দলগুলো মাঠে রয়েছে এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert