সিঙ্গাপুর হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
- By Jamini Roy --
- 10 November, 2024
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সিঙ্গাপুরের ঢাকায় নিযুক্ত হাইকমিশনার ডেরেক ল’র সঙ্গে তাদের বৈঠকে দক্ষ জনশক্তি তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, সিঙ্গাপুর মনে করে, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ সহজ নয়।
রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক ল’র সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকে সিঙ্গাপুরে দক্ষ শ্রমশক্তি, বিশেষত শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খসরু বলেন, সিঙ্গাপুর সরকার মনে করে, দক্ষ শ্রমশক্তি পাঠানো সম্ভব হলে দুটি দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে।
এছাড়া, আমীর খসরু বলেন, সিঙ্গাপুরের প্রতিনিধি দল নির্বাচিত সরকারের গুরুত্ব তুলে ধরে বলেছেন যে, তাদের মতে, নির্বাচিত সরকার ছাড়া কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। এই মতামত শুধু সিঙ্গাপুর নয়, আন্তর্জাতিক কূটনীতিকরা প্রায় সবাই একই মত পোষণ করেন।
বৈঠক শেষে আমীর খসরু আওয়ামী লীগকে রাজনৈতিক দৈন্যতার অভিযোগ করেন। তিনি বলেন, "আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা নানা মোড়কে সামনে আসার চেষ্টা করছে, কিন্তু তারা কিছুই হারিয়ে ফেলেছে।" তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ এখন একের পর এক নতুন পন্থায় নিজেদের উপস্থিতি জানান দিতে চাচ্ছে, যেমন সম্প্রতি ট্রাম্পের ছবি ব্যবহার করে একটি গণজমায়েতের উদ্যোগ নিয়েছিল।
খসরু বলেন, "আওয়ামী লীগ এখন বিভিন্নভাবে সামনে আসার চেষ্টা করছে, কিন্তু তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে গেছে। তারা এখন বিভিন্ন মোড়কে রাজনৈতিক জীবনে ফেরার চেষ্টা করছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রতিফলন।"
তিনি আরও বলেন, "যারা দেশের জনগণ থেকে সমর্থন হারিয়েছে, তারা একসময় হিন্দু-মুসলিম ইস্যু এবং এখন ট্রাম্পের ছবি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এই ধরনের কৌশল তাদের জন্য আর কার্যকর হবে না, কারণ তারা রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে।"
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। সিঙ্গাপুরের প্রতিনিধিদলে ছিলেন হাইকমিশনার ডেরেক লো, চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো এবং সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম।