সন্ত্রাসী কার্যক্রমের জন্য ছাত্রলীগ নিষিদ্ধ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- By Jamini Roy --
- 09 November, 2024
শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে শিক্ষাঙ্গনকে অনিরাপদ করে তুলেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।
শফিকুল আলম বলেন, "ছাত্রলীগের কার্যক্রমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা নিরাপদে থাকতে পারছিল না, যা পুরো দেশকেই অনিরাপদ করে তুলেছিল। এ কারণেই সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।" তিনি আরও বলেন, "শিক্ষাঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনের সবাইকে দায়িত্ব নিতে হবে। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখতে এবং ছাত্রলীগের মতো সংগঠনের পুনরাবৃত্তি ঠেকাতে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা জরুরি।"
সম্প্রতি সরকারের পক্ষ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এতে বলা হয়, "ছাত্রলীগ হত্যা, নির্যাতন, যৌন নিপীড়ন, সিট বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।" এছাড়া, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং সাধারণ জনগণকে হেনস্থার অভিযোগও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।