Logo

রাজনীতি    >>   চীনের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধিদল বেইজিং সফরে

চীনের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধিদল বেইজিং সফরে

চীনের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধিদল বেইজিং সফরে

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চার সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে চীন সফরে গিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে চীনের উদ্দেশে যাত্রা করেন বিএনপির এই নেতারা। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে তাদের এই সফর।

আগামী ১৬ নভেম্বর বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির উদ্যোগে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের উপস্থিতি থাকবে। বিএনপি দলীয় নেতাদের চীন সফর এই আমন্ত্রণের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপন। প্রতিনিধিদলের বাকি সদস্যরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম এবং মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।

এই সফরে বিএনপির প্রতিনিধিরা চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। তাদের আলোচনা মূলত দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ক। চীনা কমিউনিস্ট পার্টি নিয়মিতভাবে এ ধরনের সম্মেলনের আয়োজন করে থাকে, যেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়।

বিএনপি নেতারা জানিয়েছেন, এই সফরের মাধ্যমে তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। এছাড়া চীনের উন্নয়ন মডেল এবং উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতার ভূমিকা সম্পর্কেও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

বিএনপির এই প্রতিনিধিদল চীনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দলীয় ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পরিকল্পনা নিয়েই এই সফরে অংশ নিয়েছে বলে জানা গেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert