জামায়াত আমিরের সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান
- By Jamini Roy --
- 07 November, 2024
দেশের স্বার্থে এবং নতুন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, "বিভক্ত হলে বড় বিপদ নেমে আসবে," এবং সবার একযোগ কাজ করার গুরুত্ব তুলে ধরেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর বড় মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, "বৈষম্যহীন সমাজ গড়তে এবং নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। বিভক্ত হলে ষড়যন্ত্রের পথ খুলবে এবং তার ফলে আরও বড় বিপদ আসবে।" তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, "দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা যাবে না। বিড়ালের মতো নয়, বাঘের মতো বাঁচতে হবে।"
তিনি জামায়াতের ওপর বার বার আঘাত আসার কারণ হিসেবে দলের স্বচ্ছ রাজনীতি ও নীতির প্রতি দৃঢ়তার কথা উল্লেখ করেন। ডা. শফিকুর রহমান বলেন, "জামায়াত স্বচ্ছ রাজনীতি করে বলেই বার বার আঘাত এসেছে, কিন্তু আমরা কখনও আমাদের আদর্শ থেকে সরে আসিনি।"
এছাড়া, তিনি ৫ আগস্টের সেনাবাহিনীর দেশপ্রেমের উদাহরণ তুলে ধরে বলেন, "সেনাবাহিনী দেশপ্রেমের পরিচয় দিয়েছে, আর এই দেশপ্রেমের ভিত্তিতে আমাদের দুর্নীতির ক্যান্সার উপড়ে ফেলতে হবে।" তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, "রাজনৈতিক চরিত্র ঠিক করতে হবে, যদি নেতারা দুর্নীতিমুক্ত থাকেন, তবে দেশও দুর্নীতিমুক্ত হবে।"
ডা. শফিকুর রহমান আরও বলেন, "একদিকে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, তবে সেই অধিকার চুরি করার পথ বন্ধ করতে হবে। জনগণকে অধিকার দেওয়া এবং সেই অধিকারকে পকেটে চুরি করা চলবে না।"
তার এই বক্তব্যে তিনি শুধু রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানাননি, বরং দেশের জন্য সর্বজনীন ঐক্য এবং দুর্নীতি দমনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।