রাজনীতি শূন্যতার বিরুদ্ধে জাসদ নেতাদের প্রতিবাদ
- By Jamini Roy --
- 07 November, 2024
জাসদ (জাতীয় সমাজতান্ত্রিক দল) নেতারা দেশকে রাজনীতিশূন্য করার, বিরাজনীতিকরণের এবং মাইনাস ফর্মুলা বাস্তবায়নের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন। সভার আয়োজন করে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি, এবং এটি ছিল সিপাহী-জনতার অভ্যুত্থানের স্মরণে।
বক্তারা উল্লেখ করেন, সিপাহী-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু একে বিপথগামী করে সামরিক আদালতে সাজানো মিথ্যা মামলায় সিপাহী-অভ্যুত্থানের মহানায়ক, কর্নেল আবু তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা এবং জাসদ নেতা মেজর জলিল, আ স ম আবদুর রব ও হাসানুল হক ইনুকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেয়া হয়েছিল, যা একদিকে বিশ্বাসঘাতকতার কলঙ্কজনক অধ্যায়, অন্যদিকে রাষ্ট্রের রাজনৈতিক সংকট আরও গভীর করেছে। বক্তারা বলেন, "দেশে চলমান রাজনৈতিক শূন্যতা এবং শাসনশূন্যতা কাটাতে কোনো বিকল্প নেই। নির্বাচিত জনপ্রতিনিধির হাতে শাসনভার ফিরিয়ে দিতে হবে।"
এছাড়াও, বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের হিন্দু সম্প্রদায়ের উপর পরিকল্পিত রাষ্ট্রীয় রাজনৈতিক নিপীড়ন বন্ধ করার দাবি জানান। তারা দেশের রাষ্ট্র, রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও অর্থনীতিতে বিদ্যমান সকল ধরণের বৈষম্য দূর করার জন্য সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শফিউদ্দিন মোল্লা, জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি এবং মুক্তিযোদ্ধা, যিনি সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক। এছাড়াও, আলোচনা সভায় বক্তব্য রাখেন আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, এবং সাইফুজ্জামান বাদশা, যিনি জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি।
সর্বশেষ, সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের অধিকার আদায়ের জন্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।