আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর
- By Jamini Roy --
- 07 November, 2024
রাজধানীর নিউমার্কেট থানায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা এই রিমান্ডের আদেশ দেন।
গতকাল (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করা হয়। এরপর আজ তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডের জন্য আবেদন করলে, তার পক্ষ থেকে জামিন চাওয়া হয়, তবে আদালত জামিন বাতিল করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৯ জুলাই নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।