ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার পথে, সিনেট ও হাউজেও রিপাবলিকানদের এগিয়ে থাকা
- By Jamini Roy --
- 06 November, 2024
ঐতিহাসিক মার্কিন নির্বাচনের ফলাফল স্পষ্ট হতে শুরু করেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। শেষ খবর অনুযায়ী, ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ২১৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে এখনও পিছিয়ে থাকলেও, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২৬৭টি ভোট নিয়ে ২৭০-এর ম্যাজিকাল ফিগারের দিকে এগিয়ে যাচ্ছেন। নিউইয়র্ক টাইমসের পূর্বাভাস অনুযায়ী, ট্রাম্পের জয়লাভের সম্ভাবনা ৯৫ শতাংশ, এবং তিনি ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন।
এছাড়া, এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের সম্ভাবনার পাশাপাশি সিনেটে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওয়েস্ট ভার্জিনিয়া ও ওহাইওর সিনেট নির্বাচনে জয়ী হয়ে রিপাবলিকানরা সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এখন সিনেটে ৫১-৪৯ ব্যবধানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ।
হাউজ অব রিপ্রেজেন্টিটিভসে রিপাবলিকানরা নিজেদের সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর পথে রয়েছে, এবং পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও আলাবামায় তারা জয়ী হয়েছে। তবে ডেমোক্রেটরা নিউইয়র্কে একটি আসন ছিনিয়ে নিতে সমর্থ হয়েছে। হাউজের নিয়ন্ত্রণ এখনো নির্ধারিত না হলেও, সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকলে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা আরও শক্তিশালী হবে।