জানুয়ারিতে ঢাকার ১০ রাস্তা হবে হর্নমুক্ত
- By Jamini Roy --
- 05 November, 2024
ঢাকার রাস্তায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে একটি নতুন উদ্যোগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী জানুয়ারিতে ঢাকার ১০টি রাস্তা হর্নমুক্ত ঘোষণা করা হবে। শব্দ দূষণ রোধে গাড়িচালকদের সচেতনতা বাড়াতে এবং হর্ন ব্যবহার কমাতে আইন সংশোধনের কথাও বলেছেন তিনি।
গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত "শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪" এর গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান তরুণদের পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, "আজকের তরুণরা আগামীর বাংলাদেশ গড়বে। পরিবেশবান্ধব দেশ গঠনে তাদের অবদান রাখতে হবে। সঠিক তথ্যের ভিত্তিতে তাদের চিন্তা-ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ তৈরি করতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে বিতর্ক তরুণদের বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়তা করে।
এ বছর শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি এবং কলেজ পর্যায়ের ৩২টি দল অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ১ম রানার আপ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ২য় রানার আপ হয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, নৌবাহিনী কলেজ ১ম রানার আপ এবং মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ ২য় রানার আপ স্থান লাভ করে।
অনুষ্ঠানে বিজিএমইএ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, সদস্য নাসির উদ্দিন চৌধুরী এবং প্রো-ভাইস চ্যান্সেলর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান বক্তব্য রাখেন। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে "জুলাই বিপ্লবের স্মৃতি" চিত্রিত একটি বিশেষ শাড়ি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে তিনি পরিবেশ সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
অন্যদিকে, পলিথিন ব্যবহারে বিধিনিষেধের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর সোমবার ১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ৩৫টি প্রতিষ্ঠানকে এক লক্ষ বত্রিশ হাজার চারশত টাকা জরিমানা করা হয় এবং ২,৯৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।