ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে নারী, শিশু এবং সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার ইইউ-বাংলাদেশ যৌথ কমিশনের বৈঠকে সংস্থাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আইনি কাঠামো আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করারও পরামর্শ দেয়।
বৈঠকে বাংলাদেশ ইইউতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধতার অনুরোধ জানায়। দক্ষ বাংলাদেশি কর্মীদের বৈধ কর্মসংস্থান বাড়াতে ১০টি খাতের কথা উল্লেখ করে আরও জনশক্তি নেওয়ার অনুরোধ করা হয়। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বাংলাদেশের এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি ইইউর পক্ষে নেতৃত্ব দেন।
মানবাধিকার, সুশাসন, আইনের শাসন ও শ্রম অধিকার নিয়ে আলোচনা হয়। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর ‘জিএসপি প্লাস’ সুবিধা পাওয়ার বিষয়েও আলোচনা হয়। এজন্য শ্রম অধিকার ও আর্থিক খাতের সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়।