নির্বাচন কমিশনকে জনপ্রশাসনের ৯টি সতর্কতামূলক নির্দেশনা
- By Jamini Roy --
- 05 November, 2024
সম্প্রতি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) ৯টি জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলস উর রহমান নির্বাচন কমিশনের সচিব শফিউল আজমকে একটি চিঠি পাঠিয়ে এসব নির্দেশনার কথা উল্লেখ করেন।
চিঠিতে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সম্প্রতি মাঠপর্যায়ের কিছু সরকারি অফিসের কর্মকাণ্ড বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় কিছু বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অনভিপ্রেত ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চিঠিতে উল্লেখিত ৯টি নির্দেশনার মধ্যে রয়েছে -
১. সরকারি কর্মচারীদের নিজ নিজ অধিক্ষেত্রে যেকোনো অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ চূড়ান্ত করার আগে আয়োজক সংস্থার কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে যাচাই করতে বলা হয়েছে।
২. অনুষ্ঠানে বিতর্ক এড়াতে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। যদি কোনো বিতর্কিত ব্যক্তি তালিকায় থাকেন, তবে সেই অনুষ্ঠান পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
৩. অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, ব্যানার, লিফলেট বা অন্য কোনো ছাপানো কাগজে বিতর্ক সৃষ্টিকারী কোনো উপাদান আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
৪. অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
৫. অনুষ্ঠানের জন্য ব্যবহৃত ব্যানার, আমন্ত্রণপত্র, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা অন্যান্য ডকুমেন্ট ভালোভাবে পরীক্ষা করতে হবে যাতে কোনো আপত্তিকর উপাদান না থাকে।
৬. যেসব দিবস সরকার বাতিল ঘোষণা করেছে, সেসব দিবস যেন পালিত না হয়, এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
৭. পূর্ববর্তী বছরে পালিত বাতিল দিবসগুলোর স্মারক বা ছবি সব অফিস থেকে অপসারণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
৮. প্রতিটি সভা বা অনুষ্ঠানে শুধুমাত্র লিখিত বক্তব্য পাঠ করার নির্দেশনা দেওয়া হয়েছে। লিখিত বক্তব্যের বাইরে কোনো স্লোগান বা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
৯. কর্মচারীদের গুজব এড়িয়ে চলা এবং অধীনস্থ সহকর্মীদেরও এই বিষয়ে সতর্ক রাখতে বলা হয়েছে।
চিঠিতে সিনিয়র সচিব আরও বলেন, এই নির্দেশনাগুলো অনুসরণ করলে সরকারি কর্মচারীরা আরও দায়িত্বশীল ও সতর্কতার সঙ্গে তাদের কাজ সম্পাদন করতে পারবেন। এ বিষয়ে ইসি সচিব যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ইসির অতিরিক্ত সচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।