আগামীকাল কাকরাইলে গণসমাবেশ: জিএম কাদের
- By Jamini Roy --
- 01 November, 2024
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কাকরাইলে আগামীকাল শনিবার দুপুরে গণসমাবেশের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, জনগণের মনে তাদের যে জায়গা আছে, তা কেউ ধ্বংস করতে পারবে না। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর শুক্রবার বেলা ১১টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
জিএম কাদের জানান, হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা মৌন সম্মতি দিয়েছেন বলে তাদের মনে হচ্ছে। তিনি বলেন, “আমরা পুলিশ ও সেনাবাহিনীকে জানিয়েছিলাম, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আস্থা রাখতে পারছি না।” তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে দুঃশাসনের অভিযোগ তুলে বলেন, “যারা জীবনে সংসদে যায়নি, তাদের আস্ফালনে আমরা ভয় পাই না। আমাদের জনগণের মনে যে জায়গা আছে, তা কেউ ধ্বংস করতে পারবে না।”
আন্দোলনের ফল না পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “অবিচারের শিকার নিরপরাধ হাজার হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে।” জিএম কাদের প্রধান উপদেষ্টাকে আহ্বান করে বলেন, “আপনি সবাইকে সমান চোখে দেখেন। যাদের নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে, তাদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে।”
তিনি সরকারের পক্ষ থেকে তাদের ওপর চাপের কথা উল্লেখ করে জানান, “আমাদের বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। কিন্তু ২০০৮ সালে মহাজোট করে নির্বাচনে অংশ নিয়েছিলাম। শেখ হাসিনার সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী হিসেবে পদত্যাগ করতে হয়েছিল।” কাদের বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে হত্যার হুমকি এসেছে এবং গত নির্বাচনে অংশগ্রহণ করে সবাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল।