Logo

রাজনীতি    >>   নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন

নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন

নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন

সরকার নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য ছয় সদস্যের অনুসন্ধান বা সার্চ কমিটি গঠন করেছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়, এই সার্চ কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করবে। আইন অনুযায়ী, কমিটি প্রতিটি শূন্য পদের জন্য দুজন করে প্রার্থী নাম প্রস্তাব করবে। গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দিতে হবে।

বৈষম্য বিরোধী আন্দোলনের পর পদত্যাগে বাধ্য হওয়া কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি গত সেপ্টেম্বরে বিদায় নেয়। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert