Logo

আন্তর্জাতিক    >>   আগাম ভোট দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন

আগাম ভোট দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন

আগাম ভোট দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাধারণ ভোটারদের সঙ্গে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ডেলাওয়ারের উইলমিংটনের একটি কেন্দ্রে আগাম ভোট দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) তিনি ভোট দেন এবং এ সময় অন্য ভোটারদের সঙ্গে খোশ গল্পে মেতে ওঠেন। কমলা হ্যারিসের জয় নিয়ে আত্মবিশ্বাসী বাইডেন বলেন, "চলুন, ভোট দিতে যাই।"

বাইডেন এই ভোট দেওয়ার সময় হুইলচেয়ারে আসা এক বৃদ্ধাকে সাহায্য করেন। নির্বাচনী সপ্তাহখানেক আগে দলের প্রার্থী কমলা হ্যারিসের জন্য ভোট দিতে তিনি প্রস্তুতি নেন। হোয়াইট হাউজ আগেই জানিয়েছিল যে, বাইডেন তার নির্বাচনী এলাকায় ভোট দেবেন।

ডেলাওয়ারে আগাম ভোট গ্রহণ শনিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে। বাইডেন গত ৩৬ বছর ধরে ডেমোক্র্যাট দলের শক্ত ঘাঁটি ডেলাওয়ারের সিনেটর ছিলেন। গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে গেলে তিনি কমলা হ্যারিসকে মনোনয়ন দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আগাম ভোট দেওয়ার সময় রেকর্ডসংখ্যক ভোট পড়তে দেখা গেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert