হিজবুল্লাহ প্রধানকে হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
- By Jamini Roy --
- 30 October, 2024
হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেমকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, কাসেমের মেয়াদ 'সাময়িক' এবং “কাউন্টডাউন শুরু হয়ে গেছে।” পোস্টে কাসেমের একটি ছবিও যুক্ত করেন তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির প্রেক্ষিতে হিজবুল্লাহর সশস্ত্র সামর্থ্যের অবসান ছাড়া লেবাননে স্থিতিশীলতার অন্য কোনো উপায় নেই বলে আরেকটি সতর্ক বার্তাও দিয়েছে ইসরায়েলের সরকারি আরবি ভাষার এক্স অ্যাকাউন্ট। এতে বলা হয়, কাসেম যদি তাঁর পূর্বসূরিদের মতো পথ অনুসরণ করেন, তাহলে তাঁর মেয়াদ সংগঠনের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত হতে পারে।
হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে ৭১ বছর বয়সী নাঈম কাসেমের নাম ঘোষণা করে দলটি। তিনি ১৯৮২ সালে ইসরায়েলি আগ্রাসনের পর হিজবুল্লাহ গঠনের সময় থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন এবং এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।