গুজরাটে প্রথম বেসরকারি সামরিক বিমান কারখানার উদ্বোধন
- By Jamini Roy --
- 29 October, 2024
ভারতের গুজরাটে চালু হলো দেশের প্রথম বেসরকারি সামরিক বিমান কারখানা, টাটা এয়ারক্রাফট কমপ্লেক্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (২৯ অক্টোবর) এই কারখানার উদ্বোধন করেন, অনুষ্ঠানে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও উপস্থিত ছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই কারখানায় যৌথভাবে নির্মাণ করা হবে সি টু নাইন ফাইভ বিমান, যা ভারতের প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মোদি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "এটি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের একটি নতুন মাইলফলক।" তিনি প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ উল্লেখ করেন, "এই প্রকল্প দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।" বিশেষজ্ঞদের মতে, সি টু নাইন ফাইভ বিমানটি ভারতীয় সেনাবাহিনীর পরিবহন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিমানটি ৭১ জন সেনা বা ৫০ জন প্যারাট্রুপার বহন করতে সক্ষম এবং ৫ থেকে ১০ টন পণ্য পরিবহনের জন্য উপযুক্ত।
এছাড়া, এটি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, দুর্যোগ মোকাবিলা এবং সমুদ্র টহলেও ব্যবহার করা হবে। গুজরাটের এই কারখানায় ২০২৬ সালের মধ্যে প্রথম বিমান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। প্রয়াত রতন টাটার পরিকল্পনায় প্রতিষ্ঠিত এই কারখানার উদ্বোধনের সময়, টাটা সন্সের বর্তমান চেয়ারম্যান রতন টাটাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তার দূরদর্শীতার প্রশংসা করেন।