শেখ নাইম কাসেম হিজবুল্লাহর নতুন প্রধান নির্বাচিত
- By Jamini Roy --
- 29 October, 2024
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচন করা হয়েছে। তিনি এতদিন উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ, জানাচ্ছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গত সেপ্টেম্বরের শেষের দিকে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। তার মৃত্যুর পর হিজবুল্লাহর শীর্ষ নেতাদের ওপর ইসরায়েল একাধিক হামলা চালায়। এই হামলায় হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দীনও নিহত হন বলে হিজবুল্লাহ নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, “নাইম কাসেমকে তার নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের জন্য নির্বাচিত করা হয়েছে।” তারা আল্লাহর দিকনির্দেশনা কামনা করেছেন যাতে হিজবুল্লাহ ও ইসলামী প্রতিরোধের নেতৃত্ব সুসংহত হয়।
৭১ বছর বয়সী নাইম কাসেমকে দীর্ঘদিন হিজবুল্লাহর ‘দ্বিতীয়’ শীর্ষস্থানীয় নেতা হিসেবে উল্লেখ করা হতো। তিনি ১৯৮০’র দশকে প্রতিষ্ঠিত এই সশস্ত্র গোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও একজন ধর্মীয় স্কলার। ইসরায়েলি হামলার মধ্যে, গাজার যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে, যার জবাবে ইসরায়েলও পাল্টা আক্রমণ করছে।
এই আক্রমণে বহু হিজবুল্লাহ নেতা প্রাণ হারিয়েছে, যার মধ্যে হাসান নাসরুল্লাহ অন্যতম।