নির্বাচনমুখী যাত্রা ও বিচার সংস্কার নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য
- By Jamini Roy --
- 29 October, 2024
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে সাক্ষাৎ শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ভলকার তুর্ক বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছেন এবং বিচার বিভাগ স্বাধীন করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা হয়েছে এবং মৃত্যুদণ্ডের বিধান রহিত করার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, “ফ্যাসিস্টদের বিচারের আগে এটি পরিবর্তনের প্রশ্নই উঠে না।”
আসিফ নজরুল আওয়ামী লীগের নেত্রীর সন্ত্রাসী হুমকির প্রসঙ্গ তুলে ধরে বলেন, “গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা, সেটি মানুষ বিবেচনা করবে।”
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার বিষয়ক আলোচনা করেছি। বর্তমান সরকারের সংস্কার উদ্যোগে মানবাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি উল্লেখ করেন, জুলাইয়ের গণহত্যার বিষয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে এবং জাতিসংঘ বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।
আসিফ নজরুল আরও জানান, নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটির গেজেট প্রকাশের জন্য প্রধান উপদেষ্টার সইয়ের অপেক্ষা রয়েছে এবং শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।
তিনি বলেন, “নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে এবং ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আমরা ভুয়া নির্বাচন করব না; এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।”
আসিফ নজরুল বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে নিশ্চিত করেছেন যে, “এখানে কোনো বিষয়ে অবিচার হবে না; সুবিচার হবে।”
তিনি উল্লেখ করেন, জাতিসংঘ পৃথিবীর সব দেশেই মৃত্যুদণ্ডের বিধান রদ করার কথা বলছে, তবে খুব অল্প দেশই তা বাস্তবায়ন করেছে।
অবশেষে, আসিফ নজরুল বলেন, “আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হব।” তিনি জানান, তাদের সরকারের পরিকল্পনাগুলোর মাধ্যমে জনগণের জন্য সঠিক বিচার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।