Logo

আন্তর্জাতিক    >>   ইসরায়েলকে সর্বশক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে সর্বশক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে সর্বশক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই সোমবার ঘোষণা দিয়েছেন, ইসরায়েলি হামলার জবাব দিতে ইরান তাদের সামর্থ্যের সবটুকু প্রয়োগ করবে। তিনি জানান, ইসরায়েলের আক্রমণের ধরণ অনুসারে ইরানের প্রতিক্রিয়া নির্ধারিত হবে। গত শনিবার ইরানে ইসরায়েলের হামলায় চারজন ইরানি সেনা ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন। ইরানের রাডার ব্যবস্থা ও প্রতিরক্ষা অবকাঠামোর ক্ষয়ক্ষতিও হয়েছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া কৌশলগত চিন্তাভাবনার ওপর ভিত্তি করেই হবে। ইরানি ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হুসেইন সালামি আরও কঠোর সতর্ক করে জানান, ইসরায়েলের জন্য তিক্ত পরিণতি অপেক্ষা করছে।

গাজার পরিস্থিতি আরও সংকটময়। ফিলিস্তিনের উত্তর গাজায় তিন সপ্তাহ ধরে চালানো ইসরায়েলি বাহিনীর অভিযানে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ২০ জনে পৌঁছেছে, এবং আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ।

এদিকে, লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলমান রয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert