Logo

আন্তর্জাতিক    >>   ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার

ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার

ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে “বাড়িয়ে বা কমিয়ে দেখার সুযোগ নেই” বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, “দুই রাত আগে ইহুদিদের (ইসরায়েল) চালানো এ হামলাকে বাড়িয়ে বা কমিয়ে দেখার সুযোগ নেই।”

এই হামলাকে ইরানের বিরুদ্ধে “ভুল হিসাব-নিকাশ” বলেও উল্লেখ করেছেন খামেনি। শনিবার ভোরে ইসরায়েল রাজধানী তেহরানসহ ইরানের তিনটি প্রদেশে সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে অন্তত চার ইরানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরান সরকার এই ক্ষয়ক্ষতিকে সীমিত আকারে দেখালেও সামরিক স্থাপনাগুলোতে তিন দফায় হামলা চলে, যা প্রায় চার ঘণ্টা ধরে স্থায়ী ছিল।

এর আগে ১ অক্টোবর ইসরায়েল লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যদিও ইসরায়েল দাবি করেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এবং এর সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

তবে ইসরায়েল পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছে, এবং যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্ররাও তেহরানকে একই পরামর্শ দিয়েছে। ইরানের বিভিন্ন মিডিয়ায় এ হামলার ক্ষয়ক্ষতির পরিমাণকে তুলনামূলক কমিয়ে দেখানোর চেষ্টা চলছে, তবে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করতে দেখা গেছে। ইসরায়েলের সর্বশেষ এই হামলার প্রতিক্রিয়ায় কি পদক্ষেপ নেওয়া হবে তা ইরানি কর্মকর্তারা নির্ধারণ করবেন বলে জানান আয়াতুল্লাহ খামেনি।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert