লেবাননের হিজবুল্লাহর নির্দেশ: উত্তর ইসরাইলের ২৫টি বসতির বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে
- By Jamini Roy --
- 27 October, 2024
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরাইলের ২৫টি বসতির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এই আদেশটি জারি করা হয়। হিজবুল্লাহ জানিয়েছে, এই এলাকাগুলো এখন ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত হয়েছে।
হিজবুল্লাহ একটি ভিডিও বার্তায় উল্লেখ করেছে, “আপনাদের অবিলম্বে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। আপনার বসতিগুলো লেবাননে আক্রমণকারী শত্রুর সামরিক বাহিনীর মোতায়েন ও অবস্থানের জায়গা হয়ে উঠেছে। ফলে তারা ইসলামী প্রতিরোধের হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”
এই ২৫টি বসতির মধ্যে রয়েছে কিরিয়াত শমোনা, ইয়াসোদ হামাআলা, আয়েলেট হাশাচার, হাতজোর হাগালিলিত, কারমিয়েল, মাআলোত তারশিহা, এবং আরও অনেক।
গত বছরের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর ইসরাইল গাজা উপকূলে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে হামাসের প্রতি সমর্থন জানিয়ে প্রতিদিনই সীমান্তে ইসরাইলের সঙ্গে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ। ইসরাইল সম্প্রতি সেপ্টেম্বর থেকে লেবাননে বিমান হামলা এবং স্থল অভিযানে লিপ্ত রয়েছে।
হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে। তাদের সাম্প্রতিক সতর্কবার্তাটি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন উত্তেজনার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর ইসরাইল সীমান্তের ৩ থেকে ২২ কিলোমিটার ভেতর পর্যন্ত প্রায় ২ লাখ বাসিন্দাকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরাইলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরাইলের উত্তর সীমান্ত থেকে ৬০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।
গত শুক্রবার, হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা ২৪ ঘণ্টার মধ্যে ৪৮টি অপারেশনসহ ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে। গত সপ্তাহে, তারা উত্তর ইসরাইলে রকেট এবং ড্রোন হামলা করেছে।
বর্তমানে দক্ষিণ লেবাননে এবং এর আশেপাশে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘাত চলছে, যেখানে গত ৪৮ ঘণ্টায় অন্তত ১০ ইসরাইলি সেনা নিহত হয়েছে।