জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক চলতি মাসে বাংলাদেশ সফর করবেন। তাঁর এ সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে আলোচনা করা এবং এ বিষয়ে একটি চুক্তি সম্পাদন করা। এ সফরের মধ্য দিয়ে ঢাকায় মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রস্তাবটি আরও এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভলকার তুর্কের সফরটি হবে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দ্বিতীয় সফর। এর আগে, ২০২২ সালের আগস্টে তৎকালীন হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ঢাকা সফর করেছিলেন। ভলকার তুর্কের ঢাকা সফর ২৯ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ সফরে তিনি বাংলাদেশের শীর্ষ উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন।
ভলকার তুর্কের সফরটি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সময়সূচির জটিলতার কারণে তা অক্টোবরে স্থানান্তরিত হয়েছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভলকার তুর্কের বৈঠকে ঢাকায় মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়টি গুরুত্ব পায়। এই কার্যালয় স্থাপন নিয়ে আলোচনা এবং জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণও বৈঠকের অন্যতম বিষয়বস্তু হবে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করা হবে, তবে দেশটি এখনো এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে পর্যবেক্ষণ করছে। বর্তমানে বিশ্বে মাত্র ১৯টি দেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় রয়েছে। বাংলাদেশে এ ধরনের একটি কার্যালয় স্থাপন হলে তা হবে ২০তম। এই কার্যালয়গুলোর মূল কাজ মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা, গবেষণা এবং সংশ্লিষ্ট সহযোগীদের সহায়তা প্রদান করা।