Logo

রাজনীতি    >>   শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্য ‘মিথ্যাচার’, সরকারের অবস্থান: আইন উপদেষ্টা

শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্য ‘মিথ্যাচার’, সরকারের অবস্থান: আইন উপদেষ্টা

শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্য ‘মিথ্যাচার’, সরকারের অবস্থান: আইন উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্যকে 'মিথ্যাচার' ও শপথ লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এই বক্তব্যের সঙ্গে সরকারও একমত বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইন উপদেষ্টা যা বলেছেন, সরকার সেই মতের সঙ্গে সম্পূর্ণ একমত।’

প্রসঙ্গত, ১৯ অক্টোবর দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে এক আলোচনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিলেন, তিনি শুনেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তিনি কোনো আনুষ্ঠানিক দালিলিক প্রমাণ পাননি। এই বক্তব্য রাজনৈতিকভাবে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে। 

সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, রাষ্ট্রপতির এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার। তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন যে শেখ হাসিনা তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। এ ধরনের বক্তব্যের পর রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভায় বিবেচনা করা হবে।

তবে, বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার সব প্রশ্নের উত্তর দেশের সর্বোচ্চ আদালতের আদেশে প্রতিফলিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে জনমনে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, সেগুলো আদালতের আদেশের আলোকে সমাধান হয়েছে।

প্রেস উইংয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে রাষ্ট্রপতির পদ থেকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা সময়ই বলে দেবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert