Logo

রাজনীতি    >>   রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে একটি প্লাটফর্ম।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের সময় শিক্ষার্থীরা "দফা এক, দাবি এক—দালাল চুপ্পুর পদত্যাগ," "স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও," এবং "ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো" ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সমাবেশে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান সমাবেশটি সঞ্চালনা করেন। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষিদ্ধের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, "আওয়ামী লীগ, ছাত্রলীগ, ও যুবলীগ সারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য আমাদের মনে সন্দেহের সৃষ্টি করেছে। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না।"

‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, "যাদের পতন হয়, তাদের পদত্যাগপত্রের প্রয়োজন নেই। শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে, আর পদত্যাগপত্রের প্রয়োজন নেই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচারের দোসর হিসেবে আত্মপ্রকাশ করেছেন, তাই আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি।"





P.S 220 Winter concert

P.S 220 Winter concert