জম্মু-কাশ্মীরে আবারও সন্ত্রাসী হামলা, গুলিতে নিহত ৭
- By Jamini Roy --
- 21 October, 2024
ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা আবারও উত্তেজনা তৈরি করেছে। গত রবিবার রাতে গানদেরবাল জেলার গুন্ড এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন ৭ জন। তাদের মধ্যে একজন চিকিৎসক এবং ৬ জন অভিবাসী শ্রমিক ছিলেন। হামলাটি ঘটে একটি নির্মাণাধীন টানেলের কাছে, যেখানে শ্রমিকরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্পে কাজ করছিলেন। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের এক শ্রমিককে হত্যা করে সন্ত্রাসীরা। তবে এখনো এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং অভিযান চালাচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, "এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। শ্রমিকরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন, আর এই নিরস্ত্র মানুষদের ওপর হামলা অগ্রহণযোগ্য।"
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "নিরীহ মানুষদের ওপর এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়।"