মিসরকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- By Jamini Roy --
- 21 October, 2024
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মিসরকে ম্যালেরিয়ামুক্ত দেশের স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি মিসরের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, "মিসরের প্রাচীন সভ্যতার মতোই প্রাচীন রোগ ম্যালেরিয়া। এটি ফারাওদের সময় থেকে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ালেও এখন মিসরের জন্য ম্যালেরিয়া শুধুই ইতিহাস।"
প্রায় ১০০ বছর আগে মিসর প্রাণঘাতী এই মশাবাহিত রোগ নির্মূলের জন্য প্রচেষ্টা শুরু করে। মিসর তিন বছর ধরে ম্যালেরিয়ার কোনো নতুন সংক্রমণ না থাকায় এই স্বীকৃতি অর্জন করেছে। ম্যালেরিয়ায় বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ছয় লাখ মানুষের মৃত্যু ঘটে, যার বেশিরভাগই আফ্রিকায়। ডব্লিউএইচও এক বিবৃতিতে মিসরের সরকার ও জনগণের ম্যালেরিয়া নির্মূলে অবদানের জন্য প্রশংসা করেছে।
ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের মধ্যে মিসর তৃতীয় ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেল। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো এই স্বীকৃতি পেয়েছিল। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৪৪টি দেশ এবং একটি অঞ্চল ম্যালেরিয়ামুক্ত হওয়ার মাইলফলক অর্জন করেছে। ডব্লিউএইচও আরও জানায়, মিসরের এই অর্জন একটি নতুন অধ্যায়ের শুরু। তবে দেশটিকে এই স্বীকৃতি ধরে রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।