হিজবুল্লাহর সুড়ঙ্গ ধ্বংসে ইসরায়েলের ১ লাখ কেজি বিস্ফোরক ব্যবহারের দাবি
- By Jamini Roy --
- 20 October, 2024
ইসরায়েল লেবাননের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে, যার মধ্যে রাজধানী বৈরুতে শনিবার ১২টি বিমান হামলা চালানো হয়েছে। একই দিনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হিজবুল্লাহর ব্যবহৃত সুড়ঙ্গ ধ্বংসের দাবি করেছে। এই সুড়ঙ্গগুলো ধ্বংসে ব্যবহার করা হয়েছে ১ লাখ কেজির (১০০ টন) বেশি বিস্ফোরক।
আইডিএফের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর রাদওয়ান বাহিনী এসব সুড়ঙ্গ ব্যবহার করত। এ ছাড়া মসজিদ, স্কুল ও বেসামরিক ভবনের ভূগর্ভস্থ কাঠামোও বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে। এতে ‘অনেক সন্ত্রাসী’ নিহত হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ এখনো ইসরায়েলের এই দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
বৈরুতে বিমান হামলার পাশাপাশি ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকায়ও হামলা চালিয়েছে। বৈরুত বিমানবন্দরের কাছে দুটি হামলার ঘটনা ঘটেছে, যদিও বিমানবন্দরটি এখনো বেসামরিক উড়োজাহাজ চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে। হামলার আগে স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা দেওয়া হলেও পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
ইসরায়েলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর অস্ত্রাগার ও গোয়েন্দা কার্যালয় লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই হামলায় একটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে, তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) খবর অনুযায়ী, বেকা উপত্যকায় ইসরায়েলের হামলায় পাঁচজন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন স্থানীয় শহরের মেয়রও রয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে।
হামলার জবাবে হিজবুল্লাহও পাল্টা আক্রমণ চালিয়েছে। আইডিএফের তথ্য মতে, শনিবার লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ১৮০টি রকেট ছোড়া হয়েছে। একই দিনে তেল আবিবের কাছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়, যার মধ্য দিয়ে তাঁকে হত্যার চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন তিনি।