হাসিনার পতন ভারত এখনো মেনে নিতে পারেনি: বদরুদ্দীন উমর
- By Jamini Roy --
- 19 October, 2024
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর মন্তব্য করেছেন, শেখ হাসিনার পতন ভারত এখনো হজম করতে পারেনি। তিনি বলেন, "ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করত এবং দেশটিকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত। সেই অবস্থান হারিয়ে যাওয়ায় তারা এখন অস্বস্তিতে আছে।"
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত 'জুলাই গণ-অভ্যুত্থান: জনগণের হাতে ক্ষমতা চাই, জনগণের সরকার-সংবিধান-রাষ্ট্র চাই' শীর্ষক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারত যা যা করতে পেরেছে, তা করেছে। হাসিনাকে অন্য কোনো জায়গায় পাঠানোর চেষ্টা করলেও ভারতেই তাকে থাকতে হয়েছে।
বদরুদ্দীন উমর আরো বলেন, আওয়ামী লীগের সব সংগঠন ভেঙে পড়েছে। তিনি বলেন, "যেমন ১৯৫৪ সালে মুসলিম লীগ শেষ হয়ে গিয়েছিল, ঠিক তেমনি আওয়ামী লীগও শেষ হয়ে গেছে।"
তিনি আরও দাবি করেন, চব্বিশের গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশে সংঘটিত অন্যান্য অভ্যুত্থানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যাপক এবং আক্রমণাত্মক। গত ১৫ বছরে জনগণের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা অভূতপূর্ব। নির্বাচনের নামে প্রহসন চালানোর কারণে জনগণের ক্ষোভ সঞ্চিত হয়েছিল, যা অভ্যুত্থানে রূপ নেয়।
শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা এবং তার বাড়িতে আগুন দেওয়ার প্রসঙ্গ টেনে বদরুদ্দীন উমর বলেন, শেখ হাসিনাই সবকিছুতে শেখ মুজিবকে জড়িয়ে প্রপাগান্ডা করেছেন। এর ফলে বিক্ষোভ শুধু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নয়, বরং শেখ মুজিবের বিরুদ্ধেও হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, ১৫ আগস্ট জাতীয় ছুটি বাতিল করা সঠিক সিদ্ধান্ত।
বদরুদ্দীন উমর মুজিবকে 'জাতির পিতা' বলা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, "১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করার পর রাস্তায় একজনও তার সমর্থনে নামেনি।"
তিনি মন্তব্য করেন, ইউনূস সরকার কোনো শূন্যতা সৃষ্টি করেনি, বরং শেখ হাসিনার পতনের পর শূন্যতা পূরণ করতে ছাত্র-জনতা সরকার দাঁড় করিয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার দেশবাসীর সমস্যার সমাধান করতে পারবে না এবং বিএনপি নির্বাচিত হলেও তা করতে পারবে না। প্রকৃত বৈষম্যহীন সমাজ স্থাপন করা শ্রেণিসংগ্রাম ছাড়া সম্ভব নয়।