হিজবুল্লাহর ড্রোন হামলা নেতানিয়াহুর বাসভবনে, কোনো হতাহতের খবর নেই
- By Jamini Roy --
- 19 October, 2024
ইসরায়েলের সিজারিয়া শহরে আজ শনিবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন হামলা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, লেবানন থেকে আসা একটি ড্রোন সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। তবে প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রী তখন বাসভবনে ছিলেন না, এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, লেবানন থেকে তিনটি ড্রোন ইসরায়েলের দিকে আসছিল, যার মধ্যে দুটি তারা প্রতিহত করেছে। তৃতীয় ড্রোনটি নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। এছাড়া, ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়, যার ফলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হামলার সতর্কসংকেতও বেজে ওঠে।
একই দিনে লেবাননের জুনিয়েহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় দুজন নিহত হয়েছেন বলে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে। এটি গত বছর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রথম হামলা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, জুনিয়েহতে একটি গাড়ির ওপর ইসরায়েলি হামলা হয়, যা দেশের গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে সংঘটিত হয়। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছে, এবং ইসরায়েল সম্প্রতি লেবানন সীমান্তে স্থল অভিযানও শুরু করেছে।